পরমগীত 2:15 - বাংলা সমকালীন সংস্করণ15 তোমরা আমাদের জন্য সেইসব শিয়ালদের ধরো, সেইসব ক্ষুদ্র শিয়ালদের, যারা দ্রাক্ষাক্ষেত্রকে, আমাদের মুকুলিত দ্রাক্ষাক্ষেত্রকে তছনছ করে দেয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তোমরা আমাদের জন্য সেই শিয়ালদেরকে, ছোট শিয়ালদেরকে ধর, যারা আঙ্গুরের বাগানগুলো নষ্ট করে; কারণ আমাদের আঙ্গুরের বাগানগুলো মুকুলিত হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 (চল, আমার শিয়াল ছানাগুলোকে ধরি, ছোট্ট শিয়ালছানা নষ্ট করে দেয় দ্রাক্ষাকুঞ্জ) আমাদের দ্রাক্ষাকুঞ্জের শাখায় শাখায় এসেছে নব মঞ্জরী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগালদিগকে, ক্ষুদ্র শৃগালদিগকে ধর, যাহারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে; কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 আমাদের জন্য শিয়ালগুলোকে ধর। ঐ ছোট্ট শিয়ালগুলো দ্রাক্ষা ক্ষেত নষ্ট করে! আমাদের দ্রাক্ষাক্ষেত এখন ফুলে ফুলে ভরা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 তোমরা সেই শিয়ালগুলোকে আমাদের জন্য, সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর, কারণ তারা আমাদের আঙ্গুর ক্ষেতগুলো নষ্ট করে; আমাদের আঙ্গুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে। অধ্যায় দেখুন |