নহূম 2:1 - বাংলা সমকালীন সংস্করণ1 হে নীনবী, তোমার বিরুদ্ধে এক আক্রমণকারী এগিয়ে আসছে। দুর্গ পাহারা দাও, পথে নজরদারি চালাও, কোমর বাঁধো, তোমার সব শক্তি একত্রিত করো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 খণ্ডবিখণ্ডকারী তোমার বিরুদ্ধে উঠে এসেছে; তুমি দুর্গ রক্ষা কর, পথে প্রহরীর কাজ কর, কোমর কষে বাঁধ, নিজেকে খুব শক্তিশালী কর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 হে নীনবী, সর্বনাশ উপস্থিত। আক্রমণকারী এসে পড়েছে, তোমার ধ্বংস অনিবার্য। দুর্গ রক্ষা কর, পথে পাহারা বসাও, কোমর বেঁধে তৈরী হও, সর্বশক্তি নিয়োগে তৎপর হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 খণ্ডবিখণ্ডকারী তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে; তুমি দুর্গ রক্ষা কর, পথে প্রহরী-কার্য্য কর, কটিদেশ কষিয়া বাঁধ, আপনাকে অতিশয় বলবান কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 একজন শত্রু তোমাকে আক্রমণ করার জন্য আসছে। সেজন্য তোমার শহরের শক্ত জায়গাগুলিকে পাহারা দাও। রাস্তায় নজর রাখো। যুদ্ধের জন্য তৈরী হও। সংগ্রামের জন্য প্রস্তুত হও! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 যে তোমাদের টুকরো টুকরো করবে সে তোমার বিরুদ্ধে এগিয়ে আসছে। শহরের দেওয়ালে উপর তোমার সৈন্য সাজাও, রাস্তায় পাহারা দাও, নিজেদেরকে শক্তিশালী কর, তোমার সৈন্যদল জড়ো কর। অধ্যায় দেখুন |