নহিমিয় 7:67 - বাংলা সমকালীন সংস্করণ67 এছাড়া তাদের দাস-দাসী ছিল 7,337 জন; এবং তাদের 245 জন গায়ক-গায়িকাও ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস67 এছাড়া, তাদের সাত হাজার তিন শত সাঁইত্রিশ জন গোলাম বাঁদী ছিল, আর তাদের দুই শত পঁয়তাল্লিশ জন গায়ক ও গায়িকা ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)67 সমগ্র সম্প্রদায়ের সংখ্যা ছিল, 42,360 এবং তাদের 245 জন গায়ক ও গায়িকা ছিল অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)67 তদ্ভিন্ন তাহাদের সাত সহস্র তিন শত সাঁইত্রিশ জন দাস দাসী ছিল, আর তাহাদের দুই শত পঁয়তাল্লিশ জন গায়ক ও গায়িকা ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী67 এছাড়া সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন চাকর চাকরানী এবং তাঁদের দুশো পঁয়তাল্লিশ জন গায়ক গায়িকাও ছিল। অধ্যায় দেখুন |