Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:43 - বাংলা সমকালীন সংস্করণ

43 লেবীয়বর্গ: (হোদবিয়ের বংশে কদ্‌মীয়েলের মাধ্যমে) যেশূয়ের বংশধর 74 জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

43 লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্‌মীয়েলের সন্তান চুয়াত্তর জন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

43 লেবীয়েরা—হোদভিয়ের বংশধর কদমিয়েলের বংশধর যেশূয়ের বংশধর 74

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

43 লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্‌মীয়েলের সন্তান চুয়াত্তর জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

43 এরা হল লেবীয় পরিবারগোষ্ঠীর লোক: হোদবিয়র বংশজাত যেশূয় ও কদ‌্মীয়েলের উত্তরপুরুষ 74

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

43 লেবীয়দের সংখ্যা এই: যেশূয়ের বংশের কদ্‌মীয়েল ও হোদবিয়ের বংশধর চুয়াত্তরজন।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:43
7 ক্রস রেফারেন্স  

লেবীয়বর্গ: (হোদবিয়ের বংশজাত) যেশূয় ও কদ্‌মীয়েলের বংশধর, 74 জন।


জেরুশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা, হূরের ছেলে রফায় তাঁর পরের অংশটি মেরামত করল।


হারীমের বংশধর 1,017 জন।


গায়কবৃন্দ: আসফের বংশধর 148 জন।


এবং তাদের সহকর্মী শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন,


প্রদেশের এসব প্রধান লোক জেরুশালেমে বসতি করল (কিন্তু যিহূদা দেশের বিভিন্ন নগরে কিছু ইস্রায়েলী, যাজকেরা, লেবীয়েরা, উপাসনা গৃহের সেবাকারীরা ও শলোমনের দাসদের বংশধরেরা নিজের নিজের জমিতে বাস করত,


লেবীয়েরা হল যেশূয়, বিন্নূয়ী, কদ্‌মীয়েল, শেরেবিয়, যিহূদা, মত্তনিয়, এই মত্তনিয় ও তার সহযোগীরা ধন্যবাদের গানের দায়িত্বে ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন