নহিমিয় 4:18 - বাংলা সমকালীন সংস্করণ18 গাথকেরা প্রত্যেকে কোমরে তরোয়াল বেঁধে কাজ করত, আর যে তূরী বাজাত সে আমার সঙ্গে থাকত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর রাজমিস্ত্রিরা প্রত্যেক জন কোমরে তলোয়ার বেঁধে কাজ করতো; এবং তূরীবাদক আমার পাশে থাকতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আর যারা প্রাচীর গাঁথছিল তারা প্রত্যেকে কাজ করবার সময়ে তাদের কোমরে তরবারি ধারণ করে থাকত। কিন্তু যে লোকটি তুরী বাজাত সে আমার কাছে থাকত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর গাঁথকেরা প্রত্যেক জন কটিদেশে খড়্গ বাঁধিয়া গাঁথিত; এবং তূরীবাদক আমার পার্শ্বে থাকিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কাজ করার সময়ও প্রত্যেকটি নির্মাণকারী কোমরবন্ধে তরবারি ঝুলিয়ে রাখতো। লোকদের সতর্ক করে দেবার জন্য যার শিঙা বাজানোর কথা সে আমার পাশে পাশে থাকত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আর গাঁথকেরা প্রত্যেকজন কোমরে তরোয়াল বেঁধে গাঁথত এবং তূরীবাদক আমার পাশে থাকত। অধ্যায় দেখুন |