নহিমিয় 3:32 - বাংলা সমকালীন সংস্করণ32 এবং স্বর্ণকার ও ব্যবসায়ীরা প্রাচীরের কোণের উপরকার ঘর আর মেষদ্বারের মাঝখানের জায়গাটি মেরামত করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 আর কোণে উঠবার পথ ও মেষ-দ্বারের মধ্যে স্বর্ণকারেরা ও বনিকেরা মেরামত করলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 আর কোণের উপরের দিকে কক্ষ ও মেষদ্বারের মধ্যবর্তী অংশ স্বর্ণকাররা এবং বণিকেরা মেরামত করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর কোণে উঠিবার পথ ও মেষদ্বারের মধ্যে স্বর্ণকারেরা ও বণিকেরা মেরামৎ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 বাকী অংশ অর্থাৎ কোণের দিকে ওপরের ঘর থেকে মেষদ্বার পর্যন্ত অংশ স্বর্ণকাররা ও ব্যবসায়ীরা মেরামৎ করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 আর কোণে উঠবার রাস্তা ও মেষ দরজার মধ্যে স্বর্ণকারেরা ও ব্যবসায়ীরা সারাই করল। অধ্যায় দেখুন |