নহিমিয় 3:12 - বাংলা সমকালীন সংস্করণ12 জেরুশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হলোহেশের ছেলে শল্লুম ও তার মেয়েরা তার পরের অংশটি মেরামত করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তার কাছে জেরুশালেম প্রদেশের অর্ধভাগের নেতা হলোহেশের পুত্র শল্লুম ও তার কন্যারা মেরামত করলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 হলোহেশের পুত্র শল্লুম, যিনি জেরুশালেমের বাকী অর্ধেক অংশের শাসক ছিলেন, তিনি তাঁর কন্যাদের সহায়তায় পরবর্তী অংশ মেরামত করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তাহার নিকটে যিরূশালেম প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ হলোহেশের পুত্র শল্লুম ও তাহার কন্যারা মেরামৎ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 হলোহেশের পুত্র শল্লুম তার কন্যাদের সাহায্যে দেওয়ালের পরের অংশটি তৈরী করল। শল্লুম জেরুশালেমের অপর অর্ধেকের রাজ্যপাল ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তার কাছে যিরূশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্ত্তা হলোহেশের ছেলে শল্লুম ও তার মেয়েরা সারাই করল। অধ্যায় দেখুন |