নহিমিয় 13:31 - বাংলা সমকালীন সংস্করণ31 এছাড়া সময়মত কাঠ ও ফসলের অগ্রিমাংশ আনবার জন্যও আমি ব্যবস্থা করলাম। হে আমার ঈশ্বর, আমার মঙ্গল করার জন্য আমাকে মনে রেখো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 আর নিরূপিত সময়ে কাঠ দানের জন্য ও অগ্রিমাংশগুলোর জন্য লোক নিযুক্ত করলাম। হে আমার আল্লাহ্, মঙ্গলার্থে আমাকে স্মরণ কর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 আমি নির্ধারিত সময়ে কাঠ ও ফসল দেবার ব্যবস্থা করলাম। হে আমার ঈশ্বর, তোমার অনুগ্রহে আমাকে স্মরণে রেখ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আর নিরূপিত সময়ে কাষ্ঠদান জন্য, ও অগ্রিমাংশ সকলের জন্য [লোক নিযুক্ত করিলাম]। হে আমার ঈশ্বর, মঙ্গলার্থে আমাকে স্মরণ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 লোকরা যাতে উপহারস্বরূপ তাদের প্রথম ফল, ফসল এবং কাঠ নির্দ্দেশিত সময় নিয়ে আসে আমি তার ব্যবস্থা করেছিলাম। হে আমার ঈশ্বর, এইসব ভাল কাজ করার জন্য আমাকে তুমি মনে রেখো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 এছাড়া দিন মত কাঠ ও প্রথমে তোলা ফসল আনবার জন্যও লোক নিযুক্ত করলাম। হে আমার ঈশ্বর, আমার মঙ্গল করবার জন্য আমাকে স্মরণ কোরো। অধ্যায় দেখুন |