নহিমিয় 13:26 - বাংলা সমকালীন সংস্করণ26 এরকম বিয়ে করার জন্য ইস্রায়েলের রাজা শলোমন কি পাপ করেনি? অন্য কোনও জাতির মধ্যে তার মতো রাজা কেউই ছিল না। তাঁর ঈশ্বর তাঁকে ভালোবাসতেন আর ঈশ্বর তাঁকে সমস্ত ইস্রায়েলীয়দের উপর রাজা করেছিলেন, কিন্তু বিদেশি স্ত্রীরা তাঁকে পাপ করিয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 ইসরাইলের বাদশাহ্ সোলায়মান এসব কাজ করে কি অপরাধী হন নি? কিন্তু অনেক জাতির মধ্যে তার মত কোন বাদশাহ্ ছিল না; আর তিনি তার আল্লাহ্র প্রিয় পাত্র ছিলেন এবং আল্লাহ্ তাঁকে সমস্ত ইসরাইলের উপরে বাদশাহ্ করেছিলেন; তবুও বিজাতীয় স্ত্রীরা তাঁকেও গুনাহ্ করিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 এই রকম বিবাহের দরুণই ইসরায়েলের রাজা শলোমন কি পাপ করেননি? বহু জাতির মধ্যেও তাঁর তুল্য রাজা ছিল না। তিনি তাঁর ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন, সমগ্র ইসরায়েলের উপর ঈশ্বর তাঁকে রাজা করেছিলেন, তবু তিনিও বিদেশিনী নারীর দ্বারা পাপে প্রলুব্ধ হয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 ইস্রায়েল-রাজ শলোমন এই সকল কার্য্য করিয়া কি অপরাধী হন নাই? কিন্তু অনেক জাতির মধ্যে তাহার তুল্য কোন রাজা ছিল না; আর তিনি আপন ঈশ্বরের প্রিয় পাত্র ছিলেন, এবং ঈশ্বর তাঁহাকে সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করিয়াছিলেন; তথাপি বিজাতীয় স্ত্রীরা তাঁহাকেও পাপ করাইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 তোমরা তো জানো, এই ধরণের বিয়ের জন্য শলোমনের কি শাস্তি হয়েছিল। আর কোন দেশে শলোমনের মতো মহান রাজা ছিল না। ঈশ্বর শলোমনকে ভালোবাসতেন। তিনি তাঁকে সমগ্র ইস্রায়েলের রাজা করেছিলেন। কিন্তু তার বিদেশী স্ত্রীদের প্রভাবের জন্য শলোমনও পাপ আচরণ করেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 “ইস্রায়েলের রাজা শলোমন এই রকম কাজ করে কি পাপ করেননি? অন্য কোনো জাতির মধ্যে তাঁর মত রাজা কেউই ছিলেন না এবং ঈশ্বর তাঁকে ভালবাসতেন আর তাঁকে সমস্ত ইস্রায়েলীয়দের উপর রাজা করেছিলেন, তবুও তিনি বিদেশী স্ত্রীলোকদের দরুন পাপ করেছিলেন। অধ্যায় দেখুন |