নহিমিয় 13:24 - বাংলা সমকালীন সংস্করণ24 তাদের অর্ধেক ছেলেমেয়ে অস্দোদের ভাষা কিংবা অন্যান্য জাতির ভাষায় কথা বলে, কিন্তু যিহূদার ভাষায় কথা বলতে জানে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 এবং তাদের সন্তানেরা অর্ধেক অস্দোদীয় ভাষায় কথা বলছে, ইহুদীদের ভাষায় কথা বলতে জানে না, কিন্তু নিজের নিজের জাতির ভাষানুসারে কথা বলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তাদের সন্তানদের মধ্যে অর্ধেক অসদোদের অথবা অন্য দুই জাতির ভাষায় কথা বলত। তারা যিহুদীয়ার ভাষায় কথা বলতে পারত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 এবং তাহাদের সন্তানেরা অর্দ্ধ অস্দোদীয় ভাষায় কথা কহিতেছে, যিহূদীদের ভাষায় কথা কহিতে জানে না, কিন্তু স্ব স্ব জাতির ভাষানুসারে কথা কহে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 এইসব বিবাহগুলির দরুণ, ছেলেমেয়েদের অর্ধেক ইহুদীদের ভাষায় কথা বলতে পারে না। এইসব শিশুরা অস্দোদ, অম্মোন ও মোয়াবের ভাষায় কথা বলতো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তাদের মধ্যে অনেক ছেলেমেয়ে অর্ধেক অস্দোদীয় কিম্বা অন্যান্য জাতির ভাষায় কথা বলে। তারা যিহূদার ভাষায় কথা বলতে জানে না। নিজেদের জাতির ভাষা অনুসারে কথা বলে অধ্যায় দেখুন |