নহিমিয় 12:38 - বাংলা সমকালীন সংস্করণ38 দ্বিতীয় গানের দল উল্টোদিকে এগিয়ে গেল। আমি বাকি অর্ধেক লোক নিয়ে প্রাচীরের উপর দিয়ে তাদের পিছনে গেলাম, তন্দুরের দুর্গ থেকে প্রশস্ত প্রাচীর পর্যন্ত গেল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 আর প্রশংসা-গজলকারী দ্বিতীয় দল প্রাচীরের উপর দিয়ে তাদের সঙ্গে মিলিত হতে গেল; এবং আমিও লোকদের অর্ধেককে নিয়ে তাদের পিছনে গমন করলাম। তারা তুন্দুরের উচ্চগৃহ থেকে প্রশস্ত প্রাচীর পর্যন্ত, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 দ্বিতীয় গায়কদল বিপরীত দিকে গেল। আমি অর্ধেক সংখ্যক লোকদের সঙ্গে নিয়ে প্রাচীরের উপর দিয়ে চুল্লীর মিনার পার হয়ে প্রশস্ত প্রাচীরের দিকে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আর স্তবগানকারী দ্বিতীয় দল প্রাচীরের উপর দিয়া তাহাদের সঙ্গে মিলিতে গেল; এবং আমি ও লোকদের অর্দ্ধেক তাহাদের পশ্চাতে গমন করিলাম। তাহারা তুন্দুরের দুর্গ অবধি প্রশস্ত প্রাচীর পর্য্যন্ত অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 এদিকে গায়কদের অন্য দলটি বাঁদিকে রওনা হল। আমি ও বাকি অর্ধেক লোক তাদের পেছন পেছন গিয়ে দেওয়ালের চূড়োয় পৌঁছলাম। তারা তুন্দুরের দুর্গ ছাড়িয়ে চওড়া দেওয়ালের দিকে গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 দ্বিতীয় গানের দলটা দেয়ালের উপর দিয়ে তাদের সঙ্গে দেখা গেল এবং আমি বাকি অর্ধেক লোক নিয়ে তাদের পিছনে পিছনে গেলাম। তারা তুন্দুর দুর্গ পার হয়ে চওড়া দেওয়াল পর্যন্ত গেল। অধ্যায় দেখুন |