Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:32 - বাংলা সমকালীন সংস্করণ

32 অনাথোতে, নোবে, অননিয়াতে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

32 অনাথোতে, নোবে, অননিয়াতে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

32 অনাথোত, নোব, অননিয়া,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 অনাথোতে, নোবে, অননিয়াতে, হাৎসারে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 অনাথোত, নোবে, অননিয়া,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

32 অনাথোতে, নোবে, অননিয়াতে,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:32
10 ক্রস রেফারেন্স  

গল্লীমের কন্যারা, তোমরা ক্রন্দন করো! ও লয়িশার লোকেরা, তোমরা শ্রবণ করো! হায়! দুঃখী অনাথোৎ!


দাউদ নোবে যাজক অহীমেলকের কাছে চলে গেলেন। তাঁর দেখা পেয়ে অহীমেলক ভয়ে কম্পিত হয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি একা কেন? আপনার সঙ্গে আর কেউ নেই কেন?”


অনাথোৎ ও অল্‌মোন—এই চারটি নগর।


এগুলি হিল্কিয়ের পুত্র যিরমিয়ের কথিত বাক্য, তিনি ছিলেন বিন্যামীন প্রদেশে অবস্থিত অনাথোৎ নগরের যাজকদের একজন।


আজকের দিনে তারা নোবে গিয়ে স্থগিত হবে; সে সিয়োন-কন্যার পর্বতের দিকে, জেরুশালেমের পাহাড়ের দিকে তার মুষ্টি আন্দোলিত করছে।


অনাথোতের লোকেরা 128 জন,


এছাড়াও সে যাজকদের নগর নোবের উপর তরোয়াল চালিয়ে সেখানকার স্ত্রী-পুরুষ, ছেলেমেয়ে ও শিশু সন্তানদের, এবং পশুপাল, গাধা ও মেষদেরও শেষ করে ফেলেছিল।


বিন্যামীনের বংশধরেরা গেবা থেকে মিক্‌মসে, অয়াতে, বেথেলে ও তার উপনগরগুলিতে,


হাৎসারে, রামাতে, গিত্তয়িমে,


দাউদ যাজক অহীমেলককে উত্তর দিলেন, “রাজামশাই একটি কাজের দায়িত্বভার দিয়ে আমাকে পাঠিয়েছেন এবং আমায় বলেছেন, ‘আমি তোমায় যে কাজের দায়িত্বভার দিয়ে পাঠাচ্ছি সেই বিষয়ে যেন কেউ কিছু জানতে না পারে।’ আর আমার লোকজন! আমি তাদের বলে দিয়েছি তারা যেন নির্দিষ্ট এক স্থানে এসে আমার সঙ্গে দেখা করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন