দ্বিতীয় বিবরণ 6:19 - বাংলা সমকালীন সংস্করণ19 এবং সদাপ্রভুর কথা অনুসারে তোমরা তোমাদের শত্রুদের তাড়িয়ে দিতে পারবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 যেন তুমি মাবুদের কালাম অনুসারে সেই উত্তম দেশে প্রবেশ করে তা অধিকার করতে পার। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা সেই উত্তম দেশে প্রবেশ করে সেই দেশ অধিকার করতে পারবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 যেন তুমি সদাপ্রভুর বাক্যানুসারে সেই উত্তম দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করিতে পার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 প্রভু যেভাবে বলেছিলেন সেভাবেই তোমরা তোমাদের সমস্ত শত্রুদের বিতাড়িত করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 যেন তুমি সদাপ্রভুর কথা অনুসারে সেই উত্তম দেশে প্রবেশ করে তা অধিকার করতে পার। অধ্যায় দেখুন |