দ্বিতীয় বিবরণ 33:6 - বাংলা সমকালীন সংস্করণ6 “রূবেণ যেন বেঁচে থাকে ও না মরে, তার লোকসংখ্যা যেন কম না হয়।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 রূবেণ বেঁচে থাকুক, তার মৃত্যু না হোক, তবুও তার লোক অল্পসংখ্যক হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 মোশি বললেনঃ বেঁচে থাক রূবেণ, সংখ্যায় অল্প হলেও তার বংশ যেন লোপ না পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 রূবেণ বাঁচিয়া থাকুক, তাহার মৃত্যু না হউক, তথাপি তাহার লোক অল্পসংখ্যক হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 “রূবেণ বেঁচে থাকুক, মারা না যাক। কিন্তু তার পরিবারগোষ্ঠীর লোকসংখ্যা অল্প হোক্!” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 রূবেণ বেঁচে থাকুক, তাঁর মৃত্যু না হোক, তাছাড়া তার লোক অল্পসংখ্যক হোক।” অধ্যায় দেখুন |