Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 33:18 - বাংলা সমকালীন সংস্করণ

18 সবূলূনের বিষয়ে তিনি বলেছিলেন: “সবূলূন, তোমার নিজের বাইরে যাওয়াতে আনন্দ করো, আর তুমি, ইষাখর, নিজের তাঁবুতে আনন্দ করো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর সবূলূনের বিষয়ে তিনি বললেন, সবূলূন! তুমি তোমার যাত্রাতে আনন্দ কর, ইষাখর! তুমি তোমার তাঁবুতে আনন্দ কর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 সবুলুন সম্পর্কে তিনি বললেনঃ সবুলুন! উল্লাস কর অভিযান কালে ইষাখর আনন্দ করে নিজের শিবিরে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর সবূলূনের বিষয়ে তিনি কহিলেন, সবূলূন! তুমি আপন যাত্রাতে আনন্দ কর, ইষাখর! তুমি আপন তাম্বুতে আনন্দ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 সবূলূন সম্বন্ধে মোশি বললেন: “সবূলূন, আনন্দিত হও, যখন তুমি বাইরে যাও। ইষাখর, আনন্দিত হও, তোমার বাসের তাঁবুতে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 আর সবূলূনের বিষয়ে তিনি বললেন, “সবূলূন, তুমি নিজের যাওয়াতে আনন্দ কর এবং ইষাখর, তুমি নিজের তাঁবুতে আনন্দ কর।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 33:18
4 ক্রস রেফারেন্স  

কেউ ইফ্রয়িম থেকে এল, যাদের মূল অমালেকেতে ছিল; বিন্যামীন তোমার অনুগামীদের সহবর্তী ছিল। অধিনায়কেরা মাখীর থেকে নেমে এলেন, সেই রণ-দণ্ডধারীরা সবূলূন থেকে এলেন।


পশ্চিমদিকে গিয়ে তা মারালায়, পরে দব্বেশৎকে ছুঁয়ে যক্নিয়ামের কাছে গিরিখাত পর্যন্ত বিস্তৃত হল।


পরে লেয়া বললেন, “আমার স্বামীকে আমার দাসী দিয়েছি বলে ঈশ্বর আমাকে পুরস্কৃত করেছেন।” অতএব তিনি তার নাম রাখলেন ইষাখর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন