দ্বিতীয় বিবরণ 32:31 - বাংলা সমকালীন সংস্করণ31 কেননা তাদের শৈল আমাদের শৈলের মতো নয়, যা আমাদের শত্রুও স্বীকার করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 কেননা ওদের শৈল আমাদের শৈলের মত নয়, আমাদের দুশমনরাও এরকম বিচার করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 শত্রুরাও একথা মানে, ইসরায়েলীদের ঈশ্বরের মত শৈলপ্রতিম কোন ঈশ্বর নেই তাদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 কেননা উহাদের শৈল আমাদের শৈলের তুল্য নয়, আমাদের শত্রুরাও এইরূপ বিচার করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 আমাদের শত্রুদের যে ‘শৈল’ তা আমাদের শৈলের মত বলবান নয়! এমন কি আমাদের শত্রুরাও সেটা জানে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 কারণ ওদের শিলা আমাদের শিলার মতো না, আমাদের শত্রুরাও এরকম বিচার করে। অধ্যায় দেখুন |