দ্বিতীয় বিবরণ 31:22 - বাংলা সমকালীন সংস্করণ22 সুতরাং মোশি সেদিন গানটি লিখে ইস্রায়েলীদের শিখিয়েছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে মূসা সেই দিনে ঐ গজল লিপিবদ্ধ করে বনি-ইসরাইলদেরকে শিক্ষা দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 মোশি তখন সেই গীত লিপিবদ্ধ করলেন এবং ইসরায়েলীদের শিখালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে মোশি সেই দিবসে ঐ গীত লিপিবদ্ধ করিয়া ইস্রায়েল-সন্তানগণকে শিক্ষা দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 তাই সেই দিনেই মোশি সেই গান লিখলেন এবং ইস্রায়েলের লোকদের তা শেখালেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 পরে মোশি সেই দিনের ঐ গান লিখে ইস্রায়েলের লোকদেরকে শেখালেন। অধ্যায় দেখুন |