দ্বিতীয় বিবরণ 28:19 - বাংলা সমকালীন সংস্করণ19 ভিতরে আসবার সময় তোমরা অভিশপ্ত হবে এবং বাইরে যাওয়ার সময় তোমরা অভিশপ্ত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 ভিতরে আসার সময়ে তুমি বদ-দোয়াগ্রস্ত হবে ও বাইরে যাবার সময়ে তুমি বদদোয়াগ্রস্ত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 ঘরের বাইরে যাওয়া ও ফেরার সময় তোমাদের উপর নেমে আসবে তাঁর অভিশাপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 ভিতরে আসিবার সময়ে তুমি শাপগ্রস্ত হইবে, ও বাহিরে যাইবার সময়ে তুমি শাপগ্রস্ত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 তোমরা যা কিছু কর না কেন সব সময় প্রভু তাতে শাপ দেবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 ভিতরে আসার দিনের তুমি শাপগ্রস্ত হবে ও বাইরে যাবার দিনের তুমি শাপগ্রস্ত হবে। অধ্যায় দেখুন |