দ্বিতীয় বিবরণ 23:25 - বাংলা সমকালীন সংস্করণ25 তোমরা যদি তোমাদের প্রতিবেশীর শস্যক্ষেত্রে যাও, তোমরা হাত দিয়ে শিষ ছিঁড়তে পারবে, কিন্তু ফসলের গায়ে কাস্তে লাগাবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 প্রতিবেশীর শস্য ক্ষেতে গেলে তুমি তোমার হাতে শীষ ছিঁড়তে পারবে, কিন্তু তোমার প্রতিবেশীর শস্য ক্ষেতে কাস্তে লাগাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তোমরা প্রতিবেশীর শস্যক্ষেত্রে গিয়ে হাত দিয়ে শীষ ছিঁড়তে পারবে কিন্তু কাস্তে দিয়ে প্রতিবেশীর ফসল কাটতে পারবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 প্রতিবাসীর শস্যক্ষেত্রে গেলে তুমি আপন হস্তে শীষ ছিঁড়িতে পারিবে, কিন্তু আপন প্রতিবাসীর শস্যক্ষেত্রে কাস্ত্যা দিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 যখন তুমি কোন লোকের ক্ষেতে যাও, তখন হাতে ছিঁড়ে যত শীষ খেতে পার খেও, কিন্তু কাস্তে ব্যবহার করে সেই শীষ কেটে নিয়ে যেতে পারো না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 প্রতিবেশীর শস্যক্ষেতে গেলে তুমি নিজের হাতে শীষ ছিঁড়তে পারবে, কিন্তু নিজের প্রতিবেশীর শস্যক্ষেতে কাস্তে দেবে না। অধ্যায় দেখুন |