দ্বিতীয় বিবরণ 23:18 - বাংলা সমকালীন সংস্করণ18 মানত পূরণের জন্য কোনো স্ত্রীলোক বেশ্যা কিংবা পুরুষ বেশ্যার উপার্জন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে নিয়ে আসবে না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু উভয়কেই ঘৃণা করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 কোন মানতের জন্য পতিতার বেতন কিংবা কুকুরের মূল্য তোমার আল্লাহ্ মাবুদের গৃহে আনবে না, কেননা সে উভয়ই তোমার আল্লাহ্ মাবুদের কাছে ঘৃণার বস্তু। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 মানত শোধের জন্য গণিকার মজুরী কিংবা পুরুষের বেশ্যাবৃত্তির অর্থ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দিরে তোমরা আনবে না। কারণ এ দুই-ই তাঁর ঘৃণাস্পদ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 কোন মানতের জন্য বেশ্যার বেতন কিম্বা কুকুরের মূল্য তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনিবে না, কেননা সে উভয়ই তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ঘৃণার্হ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কোন পুরুষ বা নারী বেশ্যা বৃত্তির দ্বারা উপার্জিত অর্থ যেন তোমার প্রভু ঈশ্বরের বিশেষ গৃহে না আনে। সেই অর্থ দিয়ে কেউ যেন ঈশ্বরের কাছে করা মানত পূর্ণ না করে। কারণ যারা নিজের দেহকে যৌন পাপের জন্য বিক্রি করে দেয় প্রভু, তোমাদের ঈশ্বর, তাদের ঘৃণা করেন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 কোনো প্রতিজ্ঞার জন্য মহিলা কিংবা পুরুষ বেশ্যার উপার্জিত আয় তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনবে না, কারণ সে উভয়ই তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ঘৃণার্হ। অধ্যায় দেখুন |