দ্বিতীয় বিবরণ 23:13 - বাংলা সমকালীন সংস্করণ13 তোমাদের বিভিন্ন উপকরণের মধ্যে মাটি খোঁড়ার জন্য কিছু রাখবে, এবং শৌচকর্ম করার পরে, একটি গর্ত খুড়ে সেই মলে মাটি চাপা দেবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর তোমার অস্ত্র-শস্ত্রের মধ্যে একখানি খুন্তি থাকবে; মলত্যাগের স্থানে যাবার সময়ে তুমি তা দ্বারা গর্ত করে তোমার থেকে বের হওয়া মল ঢেকে ফেলবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তোমাদের সাজসরঞ্জামের সঙ্গে একটি খন্তা থাকবে, মলত্যাগের জন্য সেটি দিয়ে একটি গর্ত খুঁড়বে এবং তার মধ্যে মলত্যাগ করে মাটি ঢাকা দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর তোমার অস্ত্রশস্ত্র মধ্যে একখানি খুন্তি থাকিবে; বহির্দেশে গমন সময়ে তুমি তদ্দ্বারা গর্ত্ত করিয়া ফিরিয়া আপনার নির্গত মল ঢাকিয়া ফেলিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তোমাদের অস্ত্রের সাথে একটা লাঠিও রেখ যার সাহায্যে গর্ত করে পায়খানা করার পর চাপা দেবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আর তোমার অস্ত্রশস্ত্রের মধ্যে একটি খোঁড়ার জিনিস থাকবে; বাইরের দেশে যাবার দিনের তুমি তা দিয়ে গর্ত করে ফিরে নিজের নির্গত মল ঢেকে ফেলবে। অধ্যায় দেখুন |