দ্বিতীয় বিবরণ 22:28 - বাংলা সমকালীন সংস্করণ28 যদি কোনও পুরুষ অবিবাহিতা কোনও কুমারী মেয়েকে পেয়ে ধর্ষণ করে এবং তারা ধরা পড়ে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 যদি কেউ বাগ্দত্তা নয় এমন কোনও কুমারী কন্যাকে পেয়ে তাকে ধরে তার সঙ্গে শয়ন করে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 যদি কোন ব্যক্তি বাগদত্তা নয় এমন কোন কুমারীকে বলপূর্বক আয়ত্ত করে তার সঙ্গে সংসর্গ করে এবং উভয়েই ধরা পড়ে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 যদি কেহ অবাগ্দত্তা কুমারী কন্যাকে পাইয়া তাহাকে ধরিয়া তাহার সহিত শয়ন করে, ও তাহারা ধরা পড়ে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 “একজন লোক হয়তো বাগ্দত্তা নয় এমন কোন কুমারীকে পেয়ে তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারে। যদি অন্য লোকরা তা ঘটতে দেখে, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 যদি কেউ অবাগদত্তা কুমারী মেয়েকে পেয়ে তাকে ধরে তার সঙ্গে শোয় ও তারা ধরা পড়ে, অধ্যায় দেখুন |