দ্বিতীয় বিবরণ 2:26 - বাংলা সমকালীন সংস্করণ26 এরপর আমি কদেমোৎ মরুএলাকা থেকে হিষ্বোনের রাজা সীহোনের কাছে শান্তি বজায় রাখার জন্য দূত পাঠালাম এই বলে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 পরে আমি কদেমোৎ মরুভূমি থেকে হিষ্বোনের বাদশাহ্ সীহোনের কাছে দূতের মাধ্যমে এই শান্তির কথা বলে পাঠালাম, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 আমি তখন কদেমোৎ প্রান্তর থেকে হিষ্বোণের রাজা সিহোনের কাছে দূতের মাধ্যমে এই শান্তির প্রস্তাব পাঠালাম: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 পরে আমি কদেমোৎ প্রান্তর হইতে হিষ্বোনের রাজা সীহোনের নিকটে দূত দ্বারা এই শান্তির বাক্য বলিয়া পাঠাইলাম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 “কদেমোৎ-এর মরুভূমিতে থাকাকালীন আমি হিষ্বোনের রাজা সীহোনের কাছে কয়েকজন দূত পাঠিয়েছিলাম। দূতেরা সীহোনকে শান্তির প্রস্তাব দিয়ে বলেছিল, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 পরে আমি কদেমোৎ মরুভূমি থেকে হিষবোনের রাজা সীহোনের কাছে দূতের মাধ্যমে এই শান্তির বাক্য বলে পাঠালাম, অধ্যায় দেখুন |