দ্বিতীয় বিবরণ 1:38 - বাংলা সমকালীন সংস্করণ38 কিন্তু তোমার সাহায্যকারী নূনের ছেলে যিহোশূয় ঢুকবে। তাকে উৎসাহ দাও, কারণ সেই ইস্রায়েলকে দেশটি অধিকার করতে নেতৃত্ব দেবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 তোমার সম্মুখে দণ্ডায়মান নূনের পুত্র ইউসা সেই দেশে প্রবেশ করবে; তুমি তাকেই উৎসাহ দাও, কেননা সে ইসরাইলকে তা অধিকার করাবে।) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 তুমিও সেখানে যেতে পারবে না। নুনের পুত্র যিহোশূয়, তোমার সেবক সেই দেশে যাবে। তাকে উৎসাহ দাও, কারণ সে-ই দেশে ইসরায়েলীদের স্বত্বাধিকার প্রতিষ্ঠিত করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 তোমার সম্মুখে দণ্ডায়মান নূনের পুত্র যিহোশূয় সেই দেশে প্রবেশ করিবে; তুমি তাহাকেই আশ্বাস দেও, কেননা সে ইস্রায়েলকে তাহা অধিকার করাইবে।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 কিন্তু তোমার সহায়ক, নূনের পুত্র যিহোশূয় ঐ দেশে প্রবেশ করতে পারবে। যিহোশূয়কে উৎসাহিত করো, কারণ দেশটিকে অধিকার করার জন্য সে ইস্রায়েলের লোকদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে।’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 তোমার সামনে দাঁড়িয়ে থাকা নূনের ছেলে যিহোশূয় সেই দেশে যাবে; তুমি তাকেই আশ্বাস দাও, কারণ সে ইস্রায়েলকে তা অধিকারের জন্য নেতৃত্ব দেবে। অধ্যায় দেখুন |