দানিয়েল 6:28 - বাংলা সমকালীন সংস্করণ28 এবং দানিয়েল, পারস্য-রাজ দারিয়াবস ও কোরসের রাজত্বকালে সমৃদ্ধিলাভ করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আর দারিয়ুস ও পারসীক কাইরাসের রাজত্বকালে এই দানিয়ালের প্রচুর উন্নতি হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 রাজা দারাউস ও তাঁর পরবর্তী পারস্যরাজ সাইরাসের রাজত্বের শেষদিন পর্যন্ত দানিয়েলের শ্রী ও সমৃদ্ধি অক্ষুণ্ণ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আর এই দানিয়েল দারিয়াবসের ও পারসীক কোরসের-রাজত্বকালে ভাগ্যবান্ থাকিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 এবং দানিয়েল দারিয়াবস ও পারসীক রাজা কোরসের সময় সফল হয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 আর এই দানিয়েল দারিয়াবস ও পারসীক রাজা কোরসের রাজত্বের দিনের আরো বৃদ্ধি পেলেন। অধ্যায় দেখুন |
“পারস্য-রাজ কোরস একথাই বলেন: “ ‘স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব রাজ্য আমাকে দিয়েছেন এবং তিনি আমাকে নিযুক্ত করেছেন, যেন আমি তাঁর জন্য যিহূদা প্রদেশের জেরুশালেমে এক মন্দির নির্মাণ করি। তোমাদের মধ্যে, অর্থাৎ তাঁর প্রজাদের মধ্যে যে কেউ সেখানে যেতে পারে, এবং তাদের ঈশ্বর সদাপ্রভু যেন তাদের সাথে থাকেন।’ ”