দানিয়েল 4:21 - বাংলা সমকালীন সংস্করণ21 যার পাতা সুন্দর ও প্রচুর ফল ছিল, সকলকে আহার দিয়েছিল, বন্যপশুদের আশ্রয় দিয়েছিল এবং যার ডালে পাখিরা বাসা বেঁধেছিল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যার পাতা সুন্দর ও ফল বিস্তর ছিল, যাতে সকলের জন্য খাদ্য ছিল, যার তলে মাঠের পশুগুলো বাস করতো এবং যার ডালে আসমানের পাখিরা বাস করতো; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তার পাতাগুলি সুদৃশ্য, বিশ্বচরাচর তার ফল খেয়ে ফুরাতে পারে না। বন্যপশুরা তার ছায়ায় বিশ্রাম করছে, পাখিরা তার ডালে ডালে বাসা বেঁধেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যাহার পত্র সুন্দর ও ফল বিস্তর ছিল, যাহাতে সকলের জন্য খাদ্য ছিল, যাহার তলে মাঠের পশুগণ বাস করিত, এবং যাহার শাখাতে আকাশের পক্ষিগণ বসতি করিত; হে রাজন, সেই বৃক্ষ আপনি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 যার পাতা খুব সুন্দর ছিল ও যার প্রচুর ফল ছিল, যেন সকলকে খাবার তার মধ্যে থাকে এবং যার তলায় মাঠের পশুরা ছাওয়া খুঁজে পেয়েছিল এবং যার ডালে আকাশের পাখিরা থাকত, অধ্যায় দেখুন |