গীত 96:12 - বাংলা সমকালীন সংস্করণ12 সমস্ত ময়দান ও সেখানকার সবকিছু উল্লসিত হোক; জঙ্গলের সব গাছ আনন্দ সংগীত করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 ক্ষেত ও সেই স্থানের সকলই উল্লসিত হোক; তখন বনের সমস্ত গাছ আনন্দে গান করবে; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 প্রান্তর ও তার মধ্যস্থিত সবকিছুই করুক জয়ধ্বনি, আনন্দগানে মুখর হোক অরণ্যের বৃক্ষরাজি অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 ক্ষেত্র ও তথাকার সকলই উল্লাসিত হউক; তখন বনের সমস্ত বৃক্ষ আনন্দে গান করিবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও! হে অরণ্যের বৃক্ষরাশি, তোমরা গান গাও ও সুখী হও! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 ভূমি ও সেখানকার সকলই উল্লাসিত হোক; তখন বনের সমস্ত গাছপালা আনন্দে গান করবে; অধ্যায় দেখুন |