গীত 89:5 - বাংলা সমকালীন সংস্করণ5 হে সদাপ্রভু, আকাশমণ্ডল তোমার আশ্চর্য কাজের প্রশংসা করে, পবিত্রজনদের সমাবেশে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 হে মাবুদ, বেহেশত তোমার অলৌকিক কাজের, পবিত্রগণের সমাজ তোমার বিশ্বস্ততারও প্রশংসা করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 হে প্রভু পরমেশ্বর, আকাশমণ্ডল তোমার অলৌকিক কীর্তির প্রশস্তি করুক, পুণ্যাত্মাদের সমাবেশ মুখরিত হোক তোমার বিশ্বস্ততার প্রশংসাগানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 হে সদাপ্রভু, স্বর্গ তোমার আশ্চর্য্য ক্রিয়ার, পবিত্রগণের সমাজে তোমার বিশ্বস্ততারও প্রশংসা করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 প্রভু, আপনি আশ্চর্য কার্য্য করেন। এই জন্য আকাশ আপনার প্রশংসা করে। লোকেরা আপনার ওপর নির্ভর করতে পারে। পবিত্র লোকেদের মণ্ডলীতে শুধুমাত্র এই সম্পর্কেই গান করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 হে সদাপ্রভুু, স্বর্গ তোমার আশ্চর্য্য কাজের প্রশংসা করে, পবিত্রদের সমাজে তোমার বিশ্বস্ততা প্রশংসনীয়। অধ্যায় দেখুন |
তাঁদের কাছে এ বিষয় প্রকাশিত হয়েছিল যে, তাঁরা নিজেদের সেবা করছেন না, কিন্তু তোমাদের সেবা করছেন। আর এখন এই সুসমাচার তাঁদের মাধ্যমে তোমাদের কাছে ঘোষণা করা হয়েছে যাঁরা স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মার শক্তিতে এই সমস্ত প্রচার করেছিলেন। আবার স্বর্গদূতেরাও সাগ্রহে এসব প্রত্যক্ষ করার আকাঙ্ক্ষায় রয়েছেন।