গীত 89:22 - বাংলা সমকালীন সংস্করণ22 কোনো শত্রু তাকে পরাজিত করবে না; কোনো দুষ্ট তাকে নির্যাতন করবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 দুশমন তার প্রতি জুলুম করতে পারবে না, নাফরমানীর সন্তান তাকে দুঃখ দিতে পারবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 প্রতারিত হবে না সে শত্রুর ছলনায়, দুষ্টের কাছে হবে না সে অবনত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 শত্রু তাহার প্রতি উপদ্রব করিতে পারিবে না, দুষ্টতার সন্তান তাহাকে দুঃখ দিতে পারিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 এই মনোনীত রাজাকে শত্রুরা পরাজিত করতে পারে নি। দুষ্ট লোকরা ওকে হারাতে পারে নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কোনো শত্রুই তার সঙ্গে প্রতারণা করবে না, দুষ্টতার সন্তান তাকে কষ্ট দেবে না। অধ্যায় দেখুন |