গীত 84:3 - বাংলা সমকালীন সংস্করণ3 এমনকি চড়ুইপাখিও আশ্রয় খুঁজে পেয়েছে, দোয়েল নিজের জন্য বাসা পেয়েছে, যেখানে সে তার শাবকদের জন্ম দিতে পারে— এমন স্থান, যা তোমার বেদির নিকটে, হে সদাপ্রভু, আমার রাজা, আমার ঈশ্বর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 সত্যি, চটকপাখি একটি বাসা পেয়েছে, খঞ্জনপাখি নিজের বাচ্চা রাখার একটি আশ্রয় পেয়েছে; তোমার কোরবানগাহ্ই সেই স্থান, হে বাহিনীগণের মাবুদ, আমার বাদশাহ্, আমার আল্লাহ্। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমার রাজা, হে আমার আরাধ্য ঈশ্বর, তোমার বেদীমূলে চড়াই পাখির জন্যও আছে আশ্রয়, খন্জনা তার শাবকদের জন্য খুঁজে পায় নীড়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 সত্য, চটকপক্ষী এক কুলায় পাইয়াছে, খঞ্জনপক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে; তোমার বেদিই সেই স্থান, হে বাহিনীগণের সদাপ্রভু, আমার রাজন্, আমার ঈশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 হে সর্বশক্তিমান প্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, পাখিরা পর্যন্ত আপনার মন্দিরে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে। আপনার বেদীর কাছেই ওরা বাসা বেঁধেছে এবং ওদের শাবকও আছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 এমনকি চড়াই পাখি তার একটা ঘর পেয়েছে, দোয়েল পাখি নিজের সন্তানদের রাখার এক বাসা পেয়েছে; তোমার বেদিই সেই জায়গা, হে বাহিনীদের সদাপ্রভুু, আমার রাজা আমার ঈশ্বর। অধ্যায় দেখুন |