গীত 83:16 - বাংলা সমকালীন সংস্করণ16 হে সদাপ্রভু, তাদের মুখ লজ্জায় ঢেকে দাও, যেন তারা তোমার নাম অন্বেষণ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তুমি এদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, যাতে হে মাবুদ, এরা তোমার নামের খোঁজ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 লজ্জায় আচ্ছন্ন কর এদের মুখ, যেন এরা অন্বেষণ করে তোমায় হে প্রভু পরমেশ্বর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তুমি ইহাদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, যেন, হে সদাপ্রভু, ইহারা তোমার নামের অন্বেষণ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 ঈশ্বর, আপনি ওদের এমন শিক্ষা দিন যাতে ওরা বুঝতে পারে ওরা প্রকৃতই দুর্বল। তখন ওরা আপনার নামের উপাসনা করতে চাইবে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তুমি ওদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, হে সদাপ্রভুু, যেন, এরা তোমার নামের খোঁজ করে। অধ্যায় দেখুন |