গীত 81:14 - বাংলা সমকালীন সংস্করণ14 কত দ্রুত আমি তাদের শত্রুদের দমন করতাম আর আমার হাত তাদের বিপক্ষদের বিরুদ্ধে তুলতাম! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তা হলে আমি তাদের দুশমনদেরকে ত্বরায় দমন করবো, তাদের বিপক্ষদের প্রতিকূলে নিজের হাত ফিরাব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আমি অচিরে দমন করতাম তাদের শত্রুদের, পরাস্ত করতাম তাদের বিপক্ষদলকে নির্মম আঘাতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তাহা হইলে আমি তাহাদের শত্রুগণকে ত্বরায় দমন করিব, তাহাদের বিপক্ষগণের প্রতিকূলে আপন হস্ত ফিরাইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তাহলে আমি ওদের শত্রুদের পরাজিত করতাম। যারা ইস্রায়েলে সংকটসমূহ নিয়ে আসবে তাদের আমি শাস্তি দেব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তা হলে আমি তার শত্রুদেরকে তাড়াতাড়ি দমন করতাম, তাদের বিপক্ষদের প্রতিকূলে আমার হাত ফেরাব। অধ্যায় দেখুন |
তবে তোমরা নিশ্চয় জানবে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু, আর এসব জাতিকে তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন না। তারা বরং তোমাদের পক্ষে জাল ও ফাঁদস্বরূপ হবে, তারা তোমাদের পিঠে চাবুকের মতো ও তোমাদের চোখে কাঁটার মতো হবে, যতক্ষণ না তোমরা এই উৎকৃষ্ট দেশ থেকে বিনষ্ট হও, যে দেশ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দান করেছেন।