গীত 78:19 - বাংলা সমকালীন সংস্করণ19 তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল; তারা বলল, “ঈশ্বর কি সত্যিই মরুপ্রান্তরে মেজ সাজাতে পারেন? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর তারা আল্লাহ্র বিরুদ্ধে কথা বললো, বললো, আল্লাহ্ কি মরুভূমিতে টেবিল সাজিয়ে দিতে পারেন? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 ঈশ্বরের বিরুদ্ধে তারা বলল কথা: মরুভূমির মাঝে ঈশ্বর কি ভোজের আয়োজন করতে পারেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর তাহারা ঈশ্বরের বিরুদ্ধে কথা কহিল, বলিল, ঈশ্বর কি প্রান্তরে মেজ সাজাইয়া দিতে পারেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 ওরা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলো, “ঈশ্বর কি আমাদের এই মরুভূমিতে খাবার এনে দিতে পারবেন? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল; তার বলল, “ঈশ্বর কি সত্যি মরুপ্রান্তে আমাদের জন্য মেজ সাজাতে পারেন? অধ্যায় দেখুন |