গীত 75:5 - বাংলা সমকালীন সংস্করণ5 স্বর্গের বিরুদ্ধে তোমার শিং উঁচু কোরো না; এত উদ্ধতভাবে কথা বোলো না।’ ” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তোমাদের শিং উঁচুতে তুলো না; অবাধ্য হয়ে কথা বলো না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 হয়ো না উদ্ধত, বলো না কোন কথা স্পর্ধাভরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না; শক্তগ্রীব হইয়া কথা কহিও না।’’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 কিন্তু আমি ওই লোকদের বলেছি, ‘মিথ্যা বড়াই করো না! এত অহঙ্কারী হয়ো না!’” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তোমরা বিজয় সম্বন্ধে নিশ্চিত হও না; মাথা তুলে কথা বল না।” অধ্যায় দেখুন |