গীত 73:7 - বাংলা সমকালীন সংস্করণ7 তাদের অনুভূতিহীন হৃদয় থেকে অন্যায় বেরিয়ে আসে; তাদের দুষ্ট কল্পনার কোনো সীমা নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 মেদের ঠেলায় তাদের চোখ বেরিয়ে আসে, তাদের মনের কুমতলব উপ্চে পড়ছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মেদবাহুল্যে ওদের চোখ ফুলে উঠছে, অলীক কল্পনায় হৃদয় ওদের উদ্বেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তাহাদের চক্ষু মেদে ঠেলিয়া উঠে, তাহাদের মনের সঙ্কল্প অপরিমিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ঐসব লোক যদি ওদের পছন্দের কিছু দেখে, ওরা গিয়ে তা নিয়ে চলে আসে। ওরা যা মনে করে, ওরা তাই করতে পারে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 এই ধরনের অবিবেচনা থেকে পাপ উপস্থিত হয়, তাদের হৃদয় থেকে মন্দ চিন্তা বের হয়। অধ্যায় দেখুন |