গীত 73:21 - বাংলা সমকালীন সংস্করণ21 যখন আমার হৃদয় ক্ষুণ্ণ হয়েছিল আর আমার আত্মা তিক্ত হয়েছিল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 কারণ আমার অন্তর শোকাভিভূত হল, আমার অন্তর বিদ্ধ হল; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 আমার হৃদয় ভরে গিয়েছিল তিক্ততায়, মর্মে মর্মে আহত হয়েছিলাম আমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 কারণ আমার চিত্ত তাপিত হইল, আমার মর্ম্ম বিদ্ধ হইল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21-22 আমি অত্যন্ত নির্বোধ ছিলাম। আমি দুষ্ট ও ধনী লোকদের কথা ভাবতাম এবং ক্লেশগ্রস্ত হয়ে পড়তাম। হে ঈশ্বর, আমি ক্লেশগ্রস্ত ছিলাম এবং আপনার ওপর রাগ করেছিলাম! আমি নির্বোধ ও অজ্ঞ পশুর মত ব্যবহার করেছিলাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 কারণ আমার হৃদয় দুঃখীত হল এবং আমি গভীরভাবে আহত হয়েছি; অধ্যায় দেখুন |