গীত 72:13 - বাংলা সমকালীন সংস্করণ13 তিনি দরিদ্র ও অভাবীদের প্রতি দয়া করবেন এবং অভাবীদের মৃত্যু থেকে রক্ষা করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তিনি দীনহীন ও দরিদ্রের প্রতি রহম করবেন, তিনি দরিদ্রদের প্রাণ নিস্তার করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 দরিদ্র ও অভাবগ্রস্তের প্রতি তিনি দয়াপরবশ, রক্ষা করেন তিনি দুর্বলের প্রাণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তিনি দীনহীন ও দরিদ্রের প্রতি দয়া করিবেন, তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 দরিদ্র ও অসহায় মানুষ তাঁর ওপর নির্ভর করেন। রাজা তাদের বেঁচে থাকতে সাহায্য করেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তিনি দীনহীন এবং দরিদ্রকে দয়া করবেন। তিনি দরিদ্রদের প্রাণ নিস্তার করবেন। অধ্যায় দেখুন |