গীত 69:32 - বাংলা সমকালীন সংস্করণ32 দরিদ্রেরা এসব দেখবে আর আনন্দিত হবে— তোমরা যারা ঈশ্বরের অন্বেষণ করো, তোমাদের হৃদয় বেঁচে থাকুক! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 নম্র লোকেরা তা দেখে আনন্দ করবে; আল্লাহ্র অন্বেষীগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 নিপীড়িত দুঃখী মানুষ এ ঘটনা দেখে হবে আনন্দিত, ঈশ্বরের ভক্তবৃন্দ লাভ করবে নূতন প্রেরণা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 নম্রগণ তাহা দেখিয়া আনন্দ করিবে; ঈশ্বরান্বেষিগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 হে বিনয়ী লোকরা, ঈশ্বরের উপাসনার জন্য এসো। এইসব জেনে তোমরা খুশী হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 বিনম্ররা তা দেখে আনন্দ করবে; ঈশ্বর সন্ধানকারী তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক। অধ্যায় দেখুন |