গীত 69:20 - বাংলা সমকালীন সংস্করণ20 উপহাস আমার হৃদয় ভেঙেছে আর আমাকে অসহায় করেছে; আমি সহানুভূতি খুঁজলাম কিন্তু পেলাম না, সান্ত্বনাকারীদের খুঁজলাম কিন্তু কাউকে পেলাম না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তিরস্কারে আমার মনোভঙ্গ হয়েছে, আমি অবসন্ন হলাম, আমি সহানুভূতির অপেক্ষা করলাম, কিন্তু তা পেলাম না; সান্ত্বনাকারীদের অপেক্ষা করলাম, কিন্তু কাউকেও পেলাম না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 বিদ্রূপ-তিরস্কারে হৃদয় আমার ভগ্ন, হতাশায় আমি ম্রিয়মান, আমি চেয়েছিলাম সহানুভূতি, কিন্তু পাইনি, সান্ত্বনা লাভের আশায় ছিলাম আমি, কিন্তু কে দেবে সান্ত্বনা? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তিরস্কারে আমার মনোভঙ্গ হইয়াছে, আমি অবসন্ন হইলাম, আমি সহানুভূতির অপেক্ষা করিলাম, কিন্তু তাহা নাই; সাত্ত্বনাকারীদের অপেক্ষা করিলাম, কিন্তু কাহাকেও পাইলাম না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 সেই লজ্জা আমায় বিদীর্ণ করে দিয়েছে। লজ্জায় আমি মরে যেতে বসেছি! আমি সহানুভূতি পাওয়ার আশা করেছিলাম কিন্তু কখনই আমি তা পাই নি। আমি অপেক্ষা করেছিলাম কোন লোক এসে আমায় সান্ত্বনা দিক কিন্তু কোন লোক আসে নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 তিরস্কারে আমার হৃদয় ভাঙ্গা হয়েছে; আমি হতাশায় পূর্ণ ছিলাম, আমি দয়ার অপেক্ষা করলাম, কিন্তু তা নাই; সান্ত্বনাকারীদের অপেক্ষা করলাম, কিন্তু কাউকে পেলাম না। অধ্যায় দেখুন |