গীত 69:13 - বাংলা সমকালীন সংস্করণ13 কিন্তু, হে সদাপ্রভু, তোমার অনুগ্রহের সময়ে আমি তোমার কাছে প্রার্থনা করি; হে ঈশ্বর, তোমার মহান প্রেমে তোমার নিশ্চিত পরিত্রাণে আমাকে উত্তর দাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কিন্তু, হে মাবুদ, আমি তোমারই কাছে প্রসন্নতার সময়ে মুনাজাত করছি; হে আল্লাহ্, তোমার প্রচুর অটল মহব্বতের দরুন আমাকে উত্তর দাও। তোমার উদ্ধার করার বিশ্বস্ত সাহায্যে আমাকে উত্তর দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু আমি, হে প্রভু পরমেশ্বর, একমাত্র আমি তোমারই কাছে জানাই মিনতি, উপযুক্ত সময়ে হে ঈশ্বর, উত্তর দিও আমায় তোমার অপার করুণায়, তুমি সত্যময়, রক্ষা করে থাক তুমি তোমার প্রতিশ্রুতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কিন্তু, হে সদাপ্রভু, আমি তোমারই নিকটে প্রসন্নতার সময়ে প্রার্থনা করিতেছি; হে ঈশ্বর, তোমার দয়ার বাহুল্যে, তোমার পরিত্রাণের সত্যে, আমাকে উত্তর দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 হে ঈশ্বর, আমার দিক থেকে আপনার কাছে এই প্রার্থনা: আমি চাই আপনি আমায় গ্রহণ করুন! হে ঈশ্বর আমি চাই প্রেমের সঙ্গে আপনি আমায় সাড়া দিন। আমি জানি আপনি আমায় উদ্ধার করবেন। এ ব্যাপারে আমি আপনার ওপর নির্ভর করতে পারি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 কিন্তু সদাপ্রভুু, আমি তোমার কাছে দিনের প্রার্থনা করছি; তোমার দয়ার জন্য, তোমার পরিত্রানের সত্যে আমাকে উত্তর দাও। অধ্যায় দেখুন |