Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 65:12 - বাংলা সমকালীন সংস্করণ

12 মরুপ্রান্তরের তৃণভূমি উপচে পড়ে; আর সব পাহাড় আনন্দে সজ্জিত হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 তা মরুভূমিস্থ চরাণি-স্থান সকলেতে উপচে পড়ে; এবং উপপর্বতগুলো হর্ষরূপ পরিচ্ছদ পায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 সেই প্রাচুর্য ঝরে পড়ে প্রান্তরের চারণভূমিতে। আনন্দে উচ্ছল গিরিশ্রেণী,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তাহা প্রান্তরস্থ চরাণি-স্থান সকলেতে ক্ষরে; এবং উপপর্ব্বতগণ হর্ষরূপ কটিবন্ধন পায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 পাহাড় ও মরুভূমি ঘাসে আচ্ছাদিত হয়ে আছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তারা মরুপ্রান্তের উপর ঝরে পরে এবং পাহাড়গুলো আনন্দের সঙ্গে কটিবন্ধ করে।

অধ্যায় দেখুন কপি




গীত 65:12
6 ক্রস রেফারেন্স  

ওহে বুনো পশুরা, তোমরা ভয় কোরো না, কারণ খোলা চারণভূমিগুলি সবুজ হয়ে উঠছে। গাছগুলি তাদের ফল উৎপন্ন করছে, ডুমুর গাছ ও দ্রাক্ষালতা তাদের ফলভারে সমৃদ্ধ হচ্ছে।


তোমার পরাক্রমে তুমি পর্বতমালাকে নির্মাণ করেছ, এবং মহা শক্তিবলে নিজেকে সজ্জিত করেছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন