গীত 65:12 - বাংলা সমকালীন সংস্করণ12 মরুপ্রান্তরের তৃণভূমি উপচে পড়ে; আর সব পাহাড় আনন্দে সজ্জিত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তা মরুভূমিস্থ চরাণি-স্থান সকলেতে উপচে পড়ে; এবং উপপর্বতগুলো হর্ষরূপ পরিচ্ছদ পায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 সেই প্রাচুর্য ঝরে পড়ে প্রান্তরের চারণভূমিতে। আনন্দে উচ্ছল গিরিশ্রেণী, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তাহা প্রান্তরস্থ চরাণি-স্থান সকলেতে ক্ষরে; এবং উপপর্ব্বতগণ হর্ষরূপ কটিবন্ধন পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 পাহাড় ও মরুভূমি ঘাসে আচ্ছাদিত হয়ে আছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তারা মরুপ্রান্তের উপর ঝরে পরে এবং পাহাড়গুলো আনন্দের সঙ্গে কটিবন্ধ করে। অধ্যায় দেখুন |