গীত 62:7 - বাংলা সমকালীন সংস্করণ7 আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে; তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমার নাজাত ও আমার গৌরব আল্লাহ্র উপর ভরসা করে আছে; আমার বলের শৈল ও আমার আশ্রয় আল্লাহ্র উপরে বিদ্যমান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 আমার মুক্তি ও গৌরব ঈশ্বরেরই দান, ঈশ্বরই আমার আশ্রয়, সুদৃঢ় শৈল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ; আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আমার মহিমা ও জয় ঈশ্বরের কাছ থেকে আসে। তিনিই আমার দৃঢ় দুর্গ, তিনিই আমার নিরাপদ আশ্রয়স্থল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 ঈশ্বর আমার পরিত্রান এবং আমার গৌরব; ঈশ্বর আমার শক্তির শৈল এবং আমার আশ্রয় ঈশ্বরের মধ্যে আছে। অধ্যায় দেখুন |