গীত 60:10 - বাংলা সমকালীন সংস্করণ10 হে ঈশ্বর, তুমি কি এখন আমাদের ত্যাগ করেছ? তুমি কি আমাদের সৈন্যদলের সাথে আর যাবে না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 হে আল্লাহ্, তুমি কি আমাদেরকে ত্যাগ কর ফন? হে আল্লাহ্, তুমি আমাদের বাহিনীদের সঙ্গে গমন কর না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 হে ঈশ্বর, তুমি কি সত্যিই আমাদের পরিত্যাগ করেছ? হে ঈশ্বর, তুমি কি আর আমাদের সেনাবাহিনীর সঙ্গে করবে না অভিযান? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 হে ঈশ্বর, তুমি কি আমাদিগকে ত্যাগ কর নাই? হে ঈশ্বর, তুমি আমাদের বাহিনীগণের সহিত গমন কর না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 কিন্তু তুমি, ঈশ্বর, তুমি কি আমাদের ত্যাগ করনি? তুমি আমাদের সেনাবাহিনীর সাথে যুদ্ধে যাওনা। অধ্যায় দেখুন |
দাউদ মোয়াবীয়দেরও পরাজিত করলেন। তিনি তাদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করলেন ও তাদের এক নির্দিষ্ট মাপের দড়ি দিয়ে মেপেছিলেন। এক এক করে তাদের মধ্যে দড়ির মাপানুযায়ী দুই দড়ি বিস্তৃত এলাকার লোকজনকে হত্যা করা হল, ও পরবর্তী এক দড়ি বিস্তৃত এলাকার লোকজনকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হল। তাই মোয়াবীয়রা দাউদের বশীভূত হল ও তাঁর কাছে রাজকর নিয়ে এসেছিল।