গীত 58:8 - বাংলা সমকালীন সংস্করণ8 পথে চলার সময় তারা যেন শামুকের মতো গলে পাঁকে পরিণত হয়; মৃতাবস্থায় জাত শিশুর মতো হোক যে কখনও সূর্যের মুখ দেখেনি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 দ্রবীভূত শামুকের মত তারা গলে যাক, তারা গর্ভস্থ মৃত ভ্রূণের মত হোক, যা সূর্যের মুখ দেখে নি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 শামুকের মত গলে ওরা নিঃশেষ হয়ে যাক্, অকালজাত মৃতশিশু, যারা কোনদিন দেখে না সূর্যের মুখ তাদের মতই হোক ওরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 দ্রবীভূত শম্বুকের ন্যায় তাহারা গলিয়া যাউক, সূর্য্য দেখে নাই, অবলার এমন গর্ভস্রাবের ন্যায় হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 ওরা শামুকের মত হোক্, নড়বার সময় যেন গলে গলে যায়। ওরা যেন জন্ম-মৃত শিশুর মত কোনদিন দিনের আলো না দেখে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 দ্রবীভূত শামুকের মত তারা গলে যাক, সূর্য্য দেখেনি এমন অকালে মহিলার জন্মগ্রহণ করা শিশু মত হোক। অধ্যায় দেখুন |