Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 58:5 - বাংলা সমকালীন সংস্করণ

5 এবং সাপুড়েদের সুর উপেক্ষা করে যতই তারা দক্ষতার সঙ্গে বাজাক না কেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 যে সাপুড়েদের স্বর শোনে না, নিপুণ মন্ত্রপাঠকের স্বর শোনে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 যে সাপ শুনতে পায় না সাপুড়ের কণ্ঠস্বর নিপুণ ওঝার মন্ত্রপাঠও যাদের হয় না কর্ণগোচর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 যে সাপুড়েদের স্বর শুনে না, নিপুন মন্ত্রপাঠকের স্বর শুনে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 গোখুরে সাপরা সাঁপুড়ের বীণের সুর বা গান শুনতে পায় না। ঐসব মন্দ লোকরাও সেইসব সাপের মত, কারণ তারা কু-চক্রান্ত করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 যে মায়াবীদের স্বরে মনোযোগ দেয় না, তারা কেমন দক্ষ সেটা কোনো বিষয় না।

অধ্যায় দেখুন কপি




গীত 58:5
5 ক্রস রেফারেন্স  

“দেখো, আমি তোমাদের মধ্যে বিষধর সাপ প্রেরণ করব, সেই কালসাপগুলিকে মন্ত্রমুগ্ধ করা যাবে না, আর তারা তোমাদের দংশন করবে,” সদাপ্রভু এই কথা বলেন।


মিশরীয়েরা সাহস হারিয়ে ফেলবে, আর আমি তাদের পরিকল্পনাগুলি নিষ্ফল করে দেব; তারা প্রতিমাদের ও মৃত লোকেদের আত্মার সঙ্গে, প্রেতমাধ্যম ও গুনিনদের সঙ্গে পরামর্শ করবে।


মন্ত্রতন্ত্র খাটায় বা আত্মার মাধ্যম বা প্রেতসাধক হয়।


তাদের দ্রাক্ষারস হল সাপের বিষ, কেউটের ভয়ংকর বিষ।


হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে সুরক্ষিত রাখো; দুরাচারীদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো, কারণ তারা আমার পতনের জন্য ষড়যন্ত্র করছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন