গীত 58:4 - বাংলা সমকালীন সংস্করণ4 সাপের বিষের মতোই তাদের বিষ, ওরা কালসাপের মতো, যা শুনতে চায় না, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাদের বিষ সাপের বিষের মত; তারা বধির কালসাপের মত, যে কান বন্ধ করে রাখে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সাপের বিষের মতই তাদের বিষ, ওরা কান বন্ধ করে রাখে, বধির কালসাপের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহাদের বিষ সর্পবিষের মত; তাহারা বধির কালসর্পের সদৃশ, যে কর্ণ রোধ করে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ওদের ক্রোধ সাপের বিষের মতই ভয়ঙ্কর এবং বধির গোখুরে সাপের মত। ওরা সত্য কথা শুনতে অস্বীকার করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তাদের বিষ সাপের বিষের মত; তারা বধির যোদ্ধার মত, যে কান বন্ধ করে রাখে। অধ্যায় দেখুন |