গীত 56:10 - বাংলা সমকালীন সংস্করণ10 ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি, সদাপ্রভুতে, আমি যার বাক্যের প্রশংসা করি— অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আল্লাহ্তে আমি [তাঁর] কালামের প্রশংসা করবো; মাবুদে [তাঁর] কালামের স্তুতি করবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 প্রভু পরমেশ্বর প্রতিশ্রুতি রক্ষায় অবিচল, আমি তাঁর স্তুতিগান গাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 ঈশ্বরে আমি [তাঁহার] বাক্যের প্রশংসা করিব; সদাপ্রভুতে [তাঁহার] বাক্যের প্রশংসা করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তাঁর প্রতিশ্রুতির জন্য আমি ঈশ্বরের প্রশংসা করি। আমার প্রতি তাঁর প্রতিশ্রুতির জন্য আমি প্রভুর প্রশংসা করি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 ঈশ্বরে (আমি তাঁর বাক্যের প্রশংসা করব), সদাপ্রভুুতে (তাঁর বাক্যের প্রশংসা করব)। অধ্যায় দেখুন |