গীত 55:6 - বাংলা সমকালীন সংস্করণ6 আমি বলি, “হ্যাঁ! যদি আমার ঘুঘুর মতো ডানা থাকত! আমি উড়ে চলে যেতাম আর বিশ্রাম পেতাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আমি বললাম, আহা! যদি কবুতরের মত আমার পাখা থাকত, তবে আমি উড়ে গিয়ে সুস্থির হতাম; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 আহা, কপোতের মত যদি থাকত আমার দুখানি ডানা, তাহলে উড়ে গিয়ে আমি স্বস্তি পেতাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আমি কহিলাম, আহা! যদি কপোতের ন্যায় আমার পক্ষ হইত, তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 আহা, আমার যদি ঘুঘু পাখীর মত ডানা থাকত! তাহলে আমি উড়ে গিয়ে একটা বিশ্রামের জায়গা খুঁজে নিতাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 আমি বললাম, “আহা! যদি পায়রার মত আমার ডানা হত, তবে আমি উড়ে গিয়ে বিশ্রাম নিতাম। অধ্যায় দেখুন |