গীত 55:18 - বাংলা সমকালীন সংস্করণ18 আমার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা থেকে তিনি আমাকে অক্ষত অবস্থায় মুক্ত করেন, যদিও অনেকে এখনও আমার বিরোধিতা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তিনি আমার প্রতিকূল যুদ্ধ থেকে আমার প্রাণ সহিসালামতে মুক্ত করেছেন; কারণ অনেকে আমার বিপক্ষ ছিল! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 অসংখ্য শত্রুর সাথে যে সংগ্রামে লিপ্ত আমি, সেই সংগ্রাম থেকে তিনি আমায় করবেন উদ্ধার, ফিরিয়ে আনবেন নিরাপদে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তিনি আমার প্রতিকূল যুদ্ধ হইতে আমার প্রাণ কুশলে মুক্ত করিয়াছেন; কারণ অনেকে আমার বিপক্ষ ছিল! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 আমি অনেক যুদ্ধ করেছি। সর্বদাই ঈশ্বর আমায় উদ্ধার করেছেন এবং নিরাপদে ফিরিয়ে এনেছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আমার বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল তার থেকে তিনি আমার প্রাণকে মুক্তি করেছেন; কারণ অনেকে আমার বিরুদ্ধে ছিল। অধ্যায় দেখুন |