গীত 55:13 - বাংলা সমকালীন সংস্করণ13 কিন্তু এত তুমিই, আমার সমকক্ষ মানুষ, আমার সঙ্গী, আমার ঘনিষ্ঠ বন্ধু, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কিন্তু, আমার সমকক্ষ মানুষ যে তুমি, আমার বন্ধু ও আমার আত্মীয়, তুমিই তা করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু আমার পরম বন্ধু যে তুমি, আমার সাথী, আমার একান্ত আপন, সেই তুমিই করছ এ কাজ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কিন্তু, আমার সমকক্ষ মনুষ্য যে তুমি, আমার মিত্র ও আমার আত্মীয়, তুমিই তাহা করিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 কিন্তু হে আমার সখা, বন্ধু, আপনি স্বয়ং আমায় আক্রমণ করেছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 কিন্তু তুমি তো আমার মত একজন মানুষ, আমার সঙ্গী এবং বন্ধু। অধ্যায় দেখুন |